ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যানারে 'জয় বাংলা' না লেখায় লাঞ্ছিত ইউএনও

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ব্যানারে 'জয় বাংলা' না লেখায় লাঞ্ছিত ইউএনও

পঞ্চগড়: পঞ্চগড়ে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানের ব্যানারে 'জয় বাংলা' স্লোগান না লেখায় আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন গোলাম ফেরদৌস নামে এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  

মঙ্গলবান (৭ মার্চ) সন্ধ্যায় ইউএনওকে লাঞ্ছিত করার একটি ভিডিও এসেছে বাংলানিউজের হাতে।

এর আগে গত সোমবার (৬ মার্চ) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।  

বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন। পরিস্থিতির একপর্যায়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রাগান্বিত হয়ে ইউএনও গোলাম ফেরদৌসের হাত ধরে অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায়। পরে ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন।

ভিডিওতে দেখা যায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এগিয়ে আসেন। রেলমন্ত্রীর সামনে গিয়ে উত্তেজিত হয়ে অভিযোগ দিতে থাকেন 'জয় বাংলা' কেন লিখেননি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জকে উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ইউএনও গ্যাজেট দেখতে চায় আমার কাছে, দেখেন জয় বাংলা লেখেন নাই। এতে হট্টগোল শুরু হলে একপর্যায়ে তোপের মুখে পড়েন ইউএনও। পরে মন্ত্রী নির্দেশ দিলে ইউএনও ঘটনাস্থল থেকে ত্যাগ করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার প্রমুখ।  

উপস্থিত নেতাকর্মীদের অনেকে ইউএনওকে উদ্দেশ্য করে 'মানি না মানব না', 'জবাব চাই', 'এই সাহসটা কোথায় পায়' বলে স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় ইউএনও গোলাম ফেরদৌসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।