ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের সহায়তায় সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
পুলিশের সহায়তায় সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী 

চাঁপাইনবাবগঞ্জ: হঠাৎ-ই প্রসব বেদনা ওঠে রাস্তায় পড়ে থাকা অসহায় এক মানসিক ভারসাম্যহীন নারীর। স্থানীয়রা জরুরিসেবা নম্বর ৯৯৯ -এ কল দিলে পুলিশ এসে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় ওই নারীকে।

এরপর সেখানে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন অসহায় ওই নারী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে ওই নারীর প্রসব বেদনা ওঠে। ৯৯৯ -এ কল দিয়ে জানালে অন্তঃসত্ত্বাকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।  

একই তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আলমগীর হোসেন।  

তিনি বলেন, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনায় ছটফট করছেন। তড়িঘড়ি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই নারী কন্যাসন্তান জন্ম দিয়েছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা-মেয়ে দুজনই সুস্থ আছে।

বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের শয্যায় উসকোখুসকো এক নারী শুয়ে আছেন। তার পাশে আছে ফুটফুটে নবজাতক। হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনেরা বলছেন, নবজাতক বেশ সুন্দর। আফসোস বাবার আদর পাচ্ছে না শিশুটি।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ উদ্ধার ওই নারীর সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।