ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
মেঘনায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শহরের যমুনা রোড টিলা বাড়ি এলাকায় নদীর তীর ঘেঁষে মরদেহটি ভাসছিল। স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে নৌপুলিশ কে জানায়। তাৎক্ষণিক পুলিশ মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরনে লাল শার্ট ও কালো প্যান্ট রয়েছে। মরদেহ বর্তমানে থানায় রয়েছে। এই ঘটনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৮ মার্চ, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।