ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে আটক ২৯ জেলে, ২৪ জনের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
চাঁদপুরে আটক ২৯ জেলে, ২৪ জনের জেল

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনের দায়ে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে আরও ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত, বাকি ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৬৫ কেজি জাটকা ইলিশ, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে এসব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়।

ওসি বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জনকে পৃথক ভ্রাম্যমাণ আদালত দুই মাস ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান এবং ৫ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. আল-আমিন (৩০), আবদুল কাদির (২৬),  মো. বিল্লাল খান (২৫), রাসেল (১৮), ইয়াসিন মোল্লা (৩৭), গোলজার হোসেন (২৬), মো. কামাল (৪০), বিল্লাল হোসেন (৩৫), মো.নাসির (৩০), সোহরাব হোসেন (৪০), মো. জুয়েল (৩০), ময়নাল হক (৩৮), আব্দুস সালাম (২৩), ধলু (৪৫), আনসার আলী (৬৭), রাকিব বেপারী (২২), জাহিদ পাটয়ারী (২৫), মাঈনুদ্দিন (২৩), তাজুল ইসলাম (৩০), জুয়েল মাঝি (২৪), রাজু হাওলাদার (৩৬), মাসুদ মাঝি (৩২), ইয়াছিন মাঝি (৩৪) ও আবদুল বারেক (২৫)।

মৎস্য আইনে মামলার আসামিরা হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাইন উদ্দিন ঢালী (৩০), জিহাদ (১৯), মো. পাবেল (২৫), মো. আওলাদ (২৪) ও মো. রাকিব (২৪)।

অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর জব্দকৃত ৫টি নৌকা নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলেও জানান ওসি।

পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।