সাতক্ষীরা: কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশের পর কর্তন নিষিদ্ধ গরান কাঠ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছেন বনবিভাগের সদস্যরা।
শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে পশ্চিম সুন্দরবনে সাপখালি খাল থেকে নৌকা ভর্তি কাঠসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সোহরাব সরদারের ছেলে তরিকুল, রশিদ গাজীর ছেলে বেলাল গাজী ও সিদ্দিক খানের ছেলে সাইফুল খান।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নুর আলম জানান, সুন্দরবনে কাঠ কাটার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে একটি নৌকা, দা, কুড়াল এবং কর্তন নিষিদ্ধ ২৫০টি গরান কাঠ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এফআর