ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর কুনিপাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
রাজধানীর কুনিপাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট তেজকুনিপাড়ায় বস্তিতে আগুন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর তেজগাঁও কুনিপাড়ায় বস্তিতে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

 

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তেজকুনিপাড়া বটতলা এলাকায় বস্তির কিছু ঝুপড়ি ঘরে লাগা এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের দায়িত্বরত আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রাতে ফায়ার সার্ভিস দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেনও এ তথ্য জানান।

তিনি বলেন, তেজগাঁও কুনিপাড়া একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে যোগ দেয় আরও ছয়টি ইউনিট। এখনও বিস্তারিত জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।