ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোয়ালঘরসহ দুই গরু ভস্মীভূত, নাশকতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
গোয়ালঘরসহ দুই গরু ভস্মীভূত, নাশকতার দাবি

বরিশাল: বরিশালের মুলাদীতে আগুনে পুড়ে গোয়ালঘরসহ দুই গরু ভস্মীভূত হয়েছে। পুলিশের ধারণা, মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।

ভুক্তভোগীর দাবি, নাশকতা!

রোববার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে ওই গ্রামের রুমেজ সরদারের ষাড় ও গাভীসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল বলেন, খবর পেয়ে সকালে (১৪ মার্চ) ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জলন্ত মশার কয়েল থেকে গোয়ালঘরে এই আগুন লেগেছে। এতে গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং দুটি গরু মারা গেছে।

রুমেজ সরদারের স্ত্রী লাভলী বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, তাদের দেড় লাখ টাকা দামের একটি ষাড় এবং সোয়া লাখ টাকার গাভী ছিলো। রাতে গরু দুটি গোয়ালে রেখে তালা দিয়ে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে গোয়ালঘরসহ দুটি গরু পুড়ে মারা গেছে।

লাভলী বেগমের দাবি, শত্রুতার জেরে কেউ গোয়ালঘরে আগুন দিয়েছে। এতে তাদের তিন লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।