ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর চর নরসিংহপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুমন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫টায় তারা স্পিনিং মিলের সামনেই ছিনতাইকারীদের কবলে পড়েন সুমন।

ছিনতাকারীরা তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত সুমন সিলেটের সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়ার রজব আলীর ছেলে।  

সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা বুকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সুমনের মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার জানান, আমার স্বামী নরসিংহপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় তারা স্পিনিং মিল নামক একটি কারখানায় মেকানিক্যাল পদে চাকরি করতেন। ভোরে বাসা থেকে পায়ে হেঁটে নিজ কর্মস্থল তারা স্পিনিং মিলে যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইলফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

নিহত সুমনের সহকর্মী ইব্রাহিম জানান, ফতুল্লার কাশিপুরেরর চর নরসিংহপুর এলাকায় ছিনতাইকারীরা সুমনকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। খবর পেয়ে আমার তাকে উদ্ধর করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকায় নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমনের মরদেহ এখন মর্গে রাখা আছে।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তফা ইমন জানান, সুমনের বুকে আঘাতের মারাত্মক ক্ষত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।