ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশ দেখতে মাদক বিক্রেতাদের সিসি ক্যামেরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
পুলিশ দেখতে মাদক বিক্রেতাদের সিসি ক্যামেরা!

সিরাজগঞ্জ: নিরাপদে মাদক ব্যবসা পরিচালনার জন্য পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নজর রাখতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন মাদক বিক্রেতা আশরাফ আলী।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা পলাশ মার্কেট এলাকায় আশরাফ আলী ওরফে ইয়াবা আলী তার নিজ বাড়িতে এমনটি করেছেন।

তিনি ও তার পরিবার প্রায় তিন দশক ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়সহ একাধিক সূত্র।

বর্তমানে আলী আশরাফ ওরফে আলী, বড় ছেলে আমিনুল ও ছোট ছেলে আরিফ মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আশরাফ আলীর বাড়ির বিভিন্ন দিকে তিনটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বাড়ির মেইন ফটকে একটি এবং দুই ঘরের দরজার সামনে দুইটি। ঘরে বসেই পুলিশ, র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আসছে কিনা তার গতিবিধি এসব ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৮ বছরেরও বেশি সময় ধরে আশরাফ আলী, তার স্ত্রী ও ছেলে-মেয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। মাদকসহ তারা একাধিকবার গ্রেফতারও হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করতেই এই পরিবারটি সিসিটিভি ক্যামেরা লাগায়।

আগে করলেও এখন আর মাদক ব্যবসা করেন না দাবি করে আশরাফ‌ আলী পরিবারের একাধিক সদস্য জানান, তারা মাদক বিক্রি ছেড়ে দিয়েছেন। মাদক মামলায় পরিবারের তিনজন জেলহাজতে আছেন। আমাদের যাতে কেউ হয়রানি না করতে পারে সে জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আশরাফ আলী চিহ্নিত মাদক বিক্রেতা। তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে পুলিশ সদস্যদের মাধ্যমে জেনেছি। তবে তিনি মাদক বিক্রেতা হলেও তার নিজ বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে আমাদের কিছু করার নেই।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।