ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ওপেন হাউজে অংশ নিলেন ভারতীয় হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ওপেন হাউজে অংশ নিলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের বিভিন্ন অভিযোগ সমাধান করার ও কনস্যুলার পরিষেবার বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য একটি ‘ওপেন হাউজ’ আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এই ওপেন হাউজে হাইকমিশনার প্রণয় ভার্মা যোগ দেন।

এসময় তিনি বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের কথা শোনেন। তাদের আশ্বস্ত করে তিনি বলেন, এসব অভিযোগ ও পরামর্শগুলো বিবেচনা করা হবে। সেই সঙ্গে সেগুলো সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

‘ওপেন হাউজ’ ভারতীয় নাগরিকদের কনস্যুলার পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার একটি ওপেন প্ল্যাটফর্ম।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৪,  ২০২৩,
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।