ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছরের শুরুতে শিলাসহ বৃষ্টি দেখল সুনামগঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
বছরের শুরুতে শিলাসহ বৃষ্টি দেখল সুনামগঞ্জ

সিলেট: বছরের শুরুতে প্রথমে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।


 
মঙ্গলবার (১৪মার্চ) সুনামগঞ্জ জেলা সদর, র্ধমপাশা, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার শিলাবৃষ্টি হয়েছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে জেলা র্ধমপাশা উপজেলার উত্তর রাজাপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে।
 
এদিকে, সন্ধ্যার আগে জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলা বৃষ্টিতে কোথাও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
র্ধমপাশা উপজেলার উত্তর রাজাপুর ইউনিয়নের কৃষক শাকিল মিয়া বলেন, আমাদের এলাকায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। বছরের শুরুতেই এমন শিলাবৃষ্টি হওয়ায় বোরো ফসল নিয়ে আতংকে আছি।
 
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের কৃষক রমিজ উদ্দিন জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়, সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলার পরিমাণ কম ছিল।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, শিলাবৃষ্টিতে বোরো ফসলের কোনো ক্ষতি হয়নি। কৃষকদের দুশ্চিন্তার কিছুই নেই।
 
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।