ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় জাটকা ধরায় ৯ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
মেঘনায় জাটকা ধরায় ৯ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ লাখ ৩২ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ২টি নৌকা ও ৬৩ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন- আবদুল আলী (৪৫), আনোয়ার বেপারী (৪৮), সাদেক আলী মোল্লা (৪০), নুর মোহাম্মদ বেপারী (২২), মান্নান খান (২১),  মো. নুরু শেখ (৩৫), মো. ইউসুফ ঢালী (১৯), মো. রুবেল (১৩) ও মো. রাজন (৯)। এদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।

আটক দুই জেলে রুবেল ও রাজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।