ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাৎ, দুই প্রতারক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা আত্মসাৎ, দুই প্রতারক গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

গ্রেফতার দুই প্রতারক হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রামের মো. বাচ্চু কাজী (৩০) ও একই গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে কটন মিয়া (৪৬)।

এসময় তাদের কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া ২লাখ টাকা জব্দ করা হয়।  

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম ওই দুই প্রতারককে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ফরিদপুর ডিসি অফিসে সামনের স্টেশন রোড থেকে বাচ্চু কাজীকে ও একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার শ্যামপুরের ফরিদাবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে আলমগীর হোসেন ওরফে কটন মিয়াকে গ্রেফতার করা হয়।  

ডিবির ওসি বলেন, ভাঙ্গার বালিয়াচড়া এলাকার এক যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ওই দুই প্রতারক বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।  

এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।