ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
কেরানীগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি রাজা আহম্মেদ হিমেলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপণ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত একটি গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিমেলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হিমেল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।