ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এক কোটি ৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্তুমাই, সংগ্রাম বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, শিং মাছ ও চোরাইপণ্যসহ পিকআপ ও ট্রাক আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবির জওয়ানরা। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।