ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক 

নারায়ণগঞ্জ: আদালতের রায় ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৫ মার্চ) বিকেলে র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন আন্দিরপাড় এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসাম্মৎ ফাহিমাকে (৩৫) আটক করা হয়। তার স্বামীর নাম শামসুল হক।

ফাহিমা আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার বাসিন্দা। ২০১২ সালের ৫ নভেম্বর আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেনসিডিল ও ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন। পরে তিনি আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে গত ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। এ মামলায় ফাহিমা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। গত ১৩ মার্চ এ মামলার রায় হয়।

ফাহিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।