ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ার সড়কে ঝরল নবজাতকসহ ৩ জনের প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
উখিয়ার সড়কে ঝরল নবজাতকসহ ৩ জনের প্রাণ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় এক দিনের শিশুসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) মধ্যরাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া টিভি টাওয়ার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমার খোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের মধ্যে এক দিনের এক নবজাতক রয়েছে। তবে তাদের পরিচয় মেলেনি। এই দুইজন রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করছে পুলিশ।

শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি টাওয়ার এলাকায় কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয় এবং চারজন আহত হন।

অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে একই স্থানে আরেক দুর্ঘটনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ঘটনাস্থলে একদিন বয়সের শিশুসহ দুইজনের মৃত্যু হয় বলে জানান হাইওয়ে পুলিশের এই পরিদর্শক।

দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।