ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকায় আগুন লেগে একটি ঝুট গুদাম পুড়ে গেছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর থানার হাতিমারা এলাকায় সাইদুর রহমানের টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও সরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে।  

তিনি আরও জানান, আগুনে ওই গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪, মার্চ ১৬, ২০২৩
আরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।