ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৬ বীর মুক্তিযোদ্ধাকে ঘর বানিয়ে দিল সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
৬ বীর মুক্তিযোদ্ধাকে ঘর বানিয়ে দিল সেনাবাহিনী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত ছয় বীর মুক্তিযোদ্ধাকে ঘর বানিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সড়কে ছয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ঘরের চাবি হস্তাস্তর করা হয়।

চাবি তুলে দেন যশোর এরিয়ার ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। পরে তিনি (মাহবুবুর রশীদ) ফিতা কেটে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন ও ঘর পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনা কল্যাণ তহবিলের অর্থায়নে ও ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জমি আছে ঘর নেই এমন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ছয় বীর মুক্তিযোদ্ধার জমির ওপর ঘর নির্মাণ করা হয়। আর ঘর পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা।  

অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ছয় বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দিতে পেরে সেনাবাহিনী আনন্দিত। তাদের কল্যাণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য বড় কিছু না হলেও স্বাধীনতার জন্য তাদের আত্মাত্যাগ অনেক বড় বিষয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।