ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর মামলায় সওজ নিরাপত্তা কর্মকর্তার ৩ বছরের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
স্ত্রীর মামলায় সওজ নিরাপত্তা কর্মকর্তার ৩ বছরের সাজা সাজাপ্রাপ্ত মো. মোজ্জাম্মেল হোসেন

নীলফামারী: নীলফামারীতে স্ত্রীর মামলায় কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হোসেনের (৪০) তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকার জরিমানা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এ বি এম গোলাম রসুল ওই দদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মো. মোজ্জাম্মেল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাশারা পাইকপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ওই মামলা থেকে মোজ্জাম্মেল হোসেনের বাবা বেলায়েত হোসেন (৬৭) ও ভগ্নিপতি মোবারক হোসেনকে (৪৪) খালাস দেওয়া হয়েছে।

এদিকে মোজ্জাম্মেল হোসেনের সাজার পরেই তাকে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

মামলার সূত্রমতে, একই বিভাগে রংপুরে চাকরি করার সুবাদে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মোছাম্মৎ মনিরা আক্তারের সঙ্গে ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ে হয় মোজ্জাম্মেল হোসেনের। তাদের পরিবারে এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীর ওপর নানা নির্যাতন চালাতেন মোজ্জাম্মেল হোসেন। এরপর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় প্রথম স্ত্রী মোছাম্মৎ মনিরা আক্তার আদালতে মামলা দায়ের করলে ঘরসংসার করার শর্তে আদালতে আপস মীমাংসা করেন। ওই মীমাংসার পর আবারো যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালালে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফের আদালতে মামলা দায়ের করেন স্ত্রী মনিরা আক্তার। আদালতের বিচারক দীর্ঘ শুনানির পর মঙ্গলবার ওই আদেশ দেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর মো. গোলাম মোস্তফা সজীব।

কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মো. মোজ্জাম্মেল হোসেন এ বিভাগে নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। স্ত্রীর মামলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।