ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুরের যন্ত্রপাতি নিয়ে আরেকটি জাহাজ মোংলায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
রূপপুরের যন্ত্রপাতি নিয়ে আরেকটি জাহাজ মোংলায়

ঢাকা: সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের জন্য রাশিয়া থেকে যন্ত্রপাতি নিয়ে আরও একটি জাহাজ মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে। এমভি অপরাজিতা জাহাজটি প্রায় এক হাজার ২০০ টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বন্দরে ডেলিভারি করেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির এ চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছবে। এরআগে গত ফেব্রুয়ারি মাসে দুটি জাহাজ দুই হাজার ৭০০ টনের অধিক যন্ত্রপাতি মোংলা বন্দরে ডেলিভারি করে।

এএসই ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, এ সব যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল পৌঁছার কারণে উন্মুক্ত অবস্থায় প্রথম ইউনিটের রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিং-এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রোসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা একহাজার ২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।