ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, মার্চ ১৭, ২০২৩
সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ফকরুল ইসলাম (৩৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ফকরুল সাতক্ষীর সদর উপজেলার বিহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মাস খানেক সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ফকরুল ইসলাম আগে থেকে কারাহাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর সাড়ে ৪টা দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।