ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-বিপিডব্লিউএনের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-বিপিডব্লিউএনের শ্রদ্ধা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর  শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে  এই শ্রদ্ধা জানানো হয়।

এদিন বিকেলে পুলিশ সদরদপ্তরে মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর পরপরই বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কেরক (বিপিডব্লিউএন) পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।