সিলেট: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাবর-জগন্নাথপুর সিচনী পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) ও তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাগলা বাজার থেকে রাজিন ও তার মামা আমিরুল মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আক্তারপাড়ার উদ্দেশে রওনা দেন। সিচনী ব্রিজ অতিক্রম করলে জগন্নাথপুর থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই রাজিন ও আমিরুলের মৃত্যু হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এনইউ/আরবি