ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হতে পারে সিনেমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হতে পারে সিনেমা

ঢাকা: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিৎস্কি বলেছেন, আমাদের দুই দেশের (বাংলাদেশ-রাশিয়া) মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হতে পারে সিনেমা।

দূতাবাসের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) বিখ্যাত রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা সের্গেই এজেস্টাইনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিৎস্কি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা গত ৫০ বছরে যা নানা চড়াই-উৎরাই পেরিয়ে আরও দৃঢ় হয়েছে। আমরা দুই দেশই সংস্কৃতিতে সমৃদ্ধ। এদিক থেকে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হতে পারে সিনেমা।

তিনি এ সময় বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে নিয়মিত সিনেমা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।

আয়োজনে এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক মাক্সিম দোব্রোখোতভ, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মাশরুর মাওলা, পরিচালক বিবেশ রায়সহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে সের্গেই এজেস্টাইনের নির্মাণে একটি তথ্যচিত্র ও ‘আলেকজান্ডার নেভেস্কি’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ১৭ মার্চ, ২০২৩
এইচএমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।