ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গভীর রাতে বসতবাড়িতে আগুনে, প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
গভীর রাতে বসতবাড়িতে আগুনে, প্রাণ গেল বৃদ্ধার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় একটি বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের ধীরাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

শনিবার (১৮ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে করে পুলিশ।

জাহানারা বেগম একই উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর ডাক্তারপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি তার ছেলের সঙ্গে ওই বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহানার বেগম তার ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। শুক্রবার রাত আড়াইটার দিকে পুরো বাড়িতে আগুন লাগে। জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফাতেমা বেগম বাড়ি থেকে বের হতে পারলেও ঘরে আটকা পড়েন জাহানারা। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা জচভ আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায় জাহানারা।  

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, জাহানারা বেগম দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।