ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথকস্থানে ট্রাকের ধাক্কায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
রাজধানীতে পৃথকস্থানে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা: রাজধানীতে পৃথক জায়গায় ট্রাক ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কোরবান ব্যাপারী (৩০) ও শাহাবুদ্দিন (৩০)।

রোববার (১৯ মার্চ) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত কোরবান ব্যাপারীর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। রাজধানীর শ্যামপুর ফরিদাবাদ লেনে থাকেন তিনি। পেশায় তিনি ব্যবসায়ী।

কোরবান ব্যাপারীর বড় ভাই সাদিকুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিনি। ফরিদাবাদ স্কুলের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়লে কোরবানকে ওই ট্রাকটি চাপা দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। সবার পেছনে বসা ছিলেন কোরবান। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে যায়। এতে ট্রাকের চাকার নিচে তার মাথা পড়ে যায়। তবে বাকি দুইজন সামান্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।

এদিকে নিহত শাহাবুদ্দিনের বোনজামাই আনিসুর রহমান জানান, তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায় সরদারপাড়া গ্রামে। জুরাইন বৌবাজার এলাকায় থাকতেন তিনি। পেশায় ভ্যানচালক ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কদমতলী ধলেশ্বর ঘাটে একটি বালুর ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মহর আলী জানান, বালুর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।