ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে পড়েছিল দুই ব্যক্তির লাশ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
সড়কে পড়েছিল দুই ব্যক্তির লাশ  

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে সড়কে পড়ে আছে দুই ব্যক্তির লাশ- স্থানীয়দের থেকে এমন খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। যেখানে পড়েছিল একটি মোটরসাইকেলও।

পুলিশের ধারণা, গাড়িচাপায় এ দুর্ঘটনা ঘটেছে এবং তাদের মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বালিপাড়া সড়কের বন‍্যা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা নিশ্চিত করতে পারেননি ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আবুল কালামও।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।