ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আরাভ খান দুবাইয়ে নজরদারিতে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
আরাভ খান দুবাইয়ে নজরদারিতে ফাইল ফটো

ঢাকা: দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন। দুবাইয়ের বাংলাদেশ মিশনও এ বিষয়ে যোগাযোগ রাখছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেহেলী সাবরীন জানান, আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে যদি সহায়তা চায়, তাহলে সব ধরনের তথ্য দিয়ে আমরা সহায়তা করবো। দুবাইয়ের বাংলাদেশ মিশন এ বিষয়ে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২৩,  ২০২৩,
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।