ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বোমা হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
বোমা হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ

বরিশাল: নড়াইলের বড়দিয়ায় উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ।

উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী প্রমুখ।

উদীচী বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে খেলাঘর বরিশাল, অক্ষর সাহিত্য, মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।