ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদের ঠিক নিচে আরেকটি আলোকবিন্দু নিয়ে চাঞ্চল্য!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
চাঁদের ঠিক নিচে আরেকটি আলোকবিন্দু নিয়ে চাঞ্চল্য!

মাগুরা: চাঁদের ঠিক নিচে আরেকটি আলোকবিন্দু বা নক্ষত্রের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।  

আজ শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আকাশে দৃশ্যমান চাঁদের ঠিক নিচে এই অদ্ভুদ আলোক বিন্দুটি দেখা যায়।

 

যা দেখে নিজ নিজ ঘর থেকে বের হয়ে আসেন দেশের বিভিন্ন এলাকার মানুষ।

মাগুরায় সরেমজিনে দেখা গেছে, শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার আকাশে দৃশ্যমান হয় একফালি চাঁদ। কিন্তু আজকের এই চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করতে দেখা যায় আরেকটি আলোকবিন্দু!

স্থানীয় লোকজন জানান, চাঁদের নিচে এমন আলোকবিন্দু দৃশ্যমান হওয়া এক বিরল মহাজাতিক ঘটনা!

আর এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকে আবার পরিচিত ও প্রিয়জনকে ফোন করে চাঁদ দেখতে বলছেন।  

অভিনব এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। চাঁদ ও আলোকবিন্দুর নতুন এই দৃশ্য নিয়ে পাখা মেলছে নানা গুঞ্জন।

মাগুরা সদর উপজেলা বাসিন্দা ও সজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সরকার বলেন, দেখে মনে হচ্ছে চন্দ্রহার! চাঁদের নিচে একটি লকেট! এ ধরনের ঘটনা বিরল।  

তবে এমন বিরল ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।