ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরের বিভিন্ন স্থানে ঝড়, শিলাবৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
মাদারীপুরের বিভিন্ন স্থানে ঝড়, শিলাবৃষ্টি

মাদারীপুর: মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হচ্ছে। একই সঙ্গে শিলাবৃষ্টি হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

 

শনিবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে এই ঝড় ও বৃষ্টি শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২৫ মার্চ) বিকেল ৩টা থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। পৌনে ৪টার দিকে বাতাস শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে বাতাসের বেগ, সঙ্গে বৃষ্টিও।  

জেলার শিবচরের বিভিন্ন স্থানে প্রচণ্ড বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।  

উপজেলার বন্দরখোলা এলাকার আবু সালেহ বলেন, প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয় এবং শিলা পড়তে শুরু করে। বিকেল পৌনে ৪টার দিকে শুরু হয় ঝড় ও বৃষ্টি।  

এদিকে উপজেলার দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী এলাকায়ও প্রচণ্ড বাতাস প্রবাহিত হবার খবর পাওয়া গেছে। সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি।

এদিকে ঝড়-বৃষ্টিতে শঙ্কিত হয়ে পড়েছেন জেলার কৃষকেরা। অনেকের ফসলের ক্ষেতে গমসহ অন্যান্য শস্য রয়েছে। ঝড়-বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

মো. কহিনুর শেখ নামে এক কৃষক বলেন, আমার ক্ষেতের গম প্রায় পেকে আসছে। কিন্তু এই বাতাসে সব গম মাটির সঙ্গে মিশে গেছে।

শনিবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ো বাতাস বইছে। কোথাও কোথাও গুড়ি গুড়ি এবং ভারী বৃষ্টি হবার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।