ঢাকা, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৯ জুন ২০২৩, ২০ জিলকদ ১৪৪৪

জাতীয়

নড়িয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
নড়িয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলে নিহত

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত হেয়েছে। রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বিকেলে উপজেলার বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- শাহীন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহীন মাঝি (৪০)। তাদের সবার বাড়ি নড়িয়ার ডিঙামানিক এলাকায়।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির পুকুরে মাছ ধরার জন্য গেলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামান বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa