ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
পল্লবীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র বিক্রেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র  বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৬ মার্চ) রাতে মিরপুর ১২ নম্বর ই-ব্লকের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন শাহরিয়ার মাহমুদ রনি (৪০), কাজী মো. মহিউদ্দিন ডালিম (১৮)।  এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।  

সোমবার (২৭ মার্চ) এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।  

জানা যায়, রোববার মিরপুর ১২ নম্বর পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থানকালে এসআই কাউছার মাহমুদ জানতে পারেন মিরপুর ১২ নম্বর ই ব্লক জালালের মুদি দোকানের সামনে দুজন লোক অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। এ সময় এসআই কাউছার তার টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।  

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, অপরাধীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার সকালে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।