ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫

চুয়াডাঙ্গা: দর্শনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ছোট শলুয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি ২২ মি.মি. রাইফেল, একটি হাঁসুয়া দা এবং দুটি লম্বা ছুরি জব্দ করা হয়।

পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ছোট শলুয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে ওই গ্রামের রবিউল ইসলাম, সাজিদুল, বাপ্পি, বাবুল হোসেন ও ইসলামকে আটক করা হয়। পরে তাদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, আটক যুবকরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাদের আটকের পর স্থানীয় এলাকায় স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।