ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আড়াইহাজারে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

সোমবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রিপন (৪২) ও তার ভাই খোকনকে (৩২) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রিপন জানান, ৫০ বছর ধরে আমরা আমাদের বাড়িতে বসবাস করে আসছি। হঠাৎ করে সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের মোস্তফা আমাদের সীমানার উপর ঘর নির্মাণ করতে যায়। এই সময় আমি ও আমার ভাই বাঁধা দিলে ভাড়াটিয়া সন্ত্রাসী একই এলাকার হাক্কির ছেলে ছাদু লোকজন নিয়ে আমাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

রিপন অভিযোগ করেন, ছাদু বর্তমানে এক ডাকাতের ছাত্রছায়ায় থেকে এলাকায় বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।