ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
পটুয়াখালীতে দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ২

ঢাকা: পটুয়াখালীর বাউফলে ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি রায়হান ও তার সহযোগী হৃদয়কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

সোমবার (২৭ মার্চ) রাতে নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, হত্যা মামলার প্রধান আসামি রায়হান ও তার সহযোগী হৃদয় পটুয়াখালীর বাউফলে ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর তারা পালিয়ে আত্মগোপনে ছিলে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর পল্লবী ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।