ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় হামলা, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় হামলা, আহত ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই শিশুর পরিবারের ওপর হামলা করে চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে।  

সোমবার (২৭ মার্চ) ওই শিশুর বাবা জামাল বাদী হয়ে এ বিষয়ে ধর্ষণচেষ্টাকারী বিল্লালসহ তিনজনের নামে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামের মৃত শংকর আলীর ছেলে বিল্লাল (২৮) ২২ মার্চ বিকেলে প্রতিবেশী জামালের ১০ বছরের শিশু কন্যাকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠায় কোমল পানীয় আনার জন্য। শিশুটি দোকান থেকে কিনে নিয়ে বিল্লালের বাড়িতে গেলে বিল্লাল তাকে জোর করে তার ঘরের ভেতরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এতে শিশুটি চিৎকার করলে বিল্লাল তাকে মারধর করে আহত করে ধর্ষণের চেষ্টা অব্যাহত রাখে। এ সময় শিশুটি বিল্লালের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির বাড়িতে গিয়ে এ ঘটনা ফাঁস না করতে শিশুর পরিবারের লোকজনদের শাসায় বিল্লাল।

এ নিয়ে ২৬ মার্চ সন্ধ্যায় উভয় পরিবারের মধ্যে ঝগড়া হলে বিল্লাল, তার ভাই আসকর ও সহযোগী মহিবুর শিশুর পরিবারের ওপর হামলা করে শিশুটিসহ তার পরিবারের চারজনকে পিটিয়ে আহত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, এ ব্যাপারে সোমবার থানায় মামলা হয়েছে। আসকর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।