ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় মাদক-চোরাই মালামালসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
উত্তরায় মাদক-চোরাই মালামালসহ আটক ২

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামালসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১।

আটক ব্যক্তিরা হলেন- মো. সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫টি লেহেঙ্গা, ৪১টি থ্রি-পিস, ৩৭টি শাড়ি, ৭টি গেঞ্জি, ৫টি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরনের ইমিটেশন, ১টি মোবাইল ফোন, নগদ ১৯০ টাকা এবং মাদক ও চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তি সোমবার (২৭ মার্চ) রাতে উত্তরা পূর্ব থানাধীন কসাইবাড়ী রেলগেট সংলগ্ন এবিপিএন গেটের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   জব্দ করা মাদকদ্রব্য, চোরাই মালামাল ও আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।