ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে মধুমিতা বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মধুমিতা বিশ্বাস একই উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের তিলক বিশ্বাসের মেয়ে।

মৃত শিশুটির মামা মাধব পাল জানান, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে প্রায় এক বছর যাবত তার বোন মাধবী পাল একমাত্র কন্যা শিশু মধুমিতাকে নিয়ে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মধুমিতা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। এসময় দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।