ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে সিজিডিএফ’র গোলাম ছরওয়ারের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মার্চ ২৯, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে সিজিডিএফ’র গোলাম ছরওয়ারের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা খাতের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।

বুধবার (২৯ মার্চ) দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রতিরক্ষা খাতের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার ডিফেন্স পারচেজ আফরোজা সুলতানা সালেহা, ঢাকা সেনাবাহিনীর আর্থিক উপদেষ্টা (এসএফসি) মোস্তফা কামাল, জেসিজিডিএফ মুহাম্মদ খাদেমুল বাশার, ডেপুটি সিজিডিএফ নাজমুল হাসান, সেনাবাহিনীর এফসি (পে-২) সেলিনা বিনতে সামাদ, এফসি (বিবিধ) শফিকুর রহমান, কুমিল্লার এরিয়া এফসি পলাশ বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সিজিডিএফ মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা বঙ্গবন্ধুর সমাধি সৌধের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।