ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১২ ঘণ্টার যানজটের পর ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
১২ ঘণ্টার যানজটের পর ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে ১২ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ছিল। অবশেষে ফাঁকা হয়ে গেছে মহাসড়কটি।

বর্তমানে এ সড়কে যানবাহনের কোনো চাপ নেই

বুধবার (২৯ মার্চ) বিকেলে মহাসড়কের মদনপুরসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়।

এর আগে, লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বুধবার ভোর ৪টার আগে হতে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর থেকে গজারিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম জানান, একসঙ্গে লাখ লাখ মানুষের আগমনের কারণে যানজটের সৃষ্টি হয়। আমাদের ২০টি টিমের নিরলস প্রচেষ্টায় এখন মহাসড়ক ফাঁকা। আশা করছি আর যানজট হবেনা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।