ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ঠাকুরগাঁওয়ে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে টয়লেটের রিং স্লাব বসাতে গিয়ে মাটি ধসে লক্ষণ চন্দ্র পাল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ঠাকুরগাঁও পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার ৯ নম্বর সাতর ইউনিয়নের দক্ষিণ দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও ডিসি বস্তি এলাকায় মমতা বেগম নামে এক নারীর বাড়িতে কয়েকজন শ্রমিক মাটি গর্ত করে টয়লেটের রিং বসাচ্ছিলেন। এসময় কাজ করতে করতে প্রায় ১৪টি রিং বসানোর পর লক্ষণের ওপর মাটি ধসে পড়ে। এ দৃশ্য দেখে তার সঙ্গে থাকা নারায়ণ চন্দ্র চিৎকার করলে তাকে উদ্ধার করতে আশাপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় লক্ষণকে উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।