ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা): সাংবাদিক শামসুজ্জামান সামসের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগরের মূল ফটকের সড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও করেন।

সড়কের ঢাকাগামী লেনে শিক্ষার্থীরা অবরোধ পালন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আরিচাগামী লেনে নিয়ে আসে। পরবর্তীতে আবারও সেই লেন বন্ধ করে দেন তারা। বর্তমানে আরিচাগামী ও ঢাকাগামী দুই লেনে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে জাহাঙ্গীরনগরের মোরাদ চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা সড়কে এসে বসে পড়েন। এসময় বিক্ষোভ আন্দোলনে তারা সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি দাবি করেন।

ঘটনাস্থলে অন্তত ৫০০ শতাধিক পুলিশ উপস্থিত রয়েছে। আরও উপস্থিত রয়েছেন, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।