ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের ডাকাত সর্দার কেরানীগঞ্জে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
বরিশালের ডাকাত সর্দার কেরানীগঞ্জে আটক

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফকে (৪২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানাধীন ধোপাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের বিষয়টি জানান ‌র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি জানান, আটক বাদল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বরিশালের বন্দর থানাধীন হিজলতলা এলাকার একটি বাড়িতে ডাকাতির অভিযোগ রয়েছে। এছাড়া, তার ডাকাত দলের সদস্যরা ঢাকা-বরিশাল মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

আটক বাদলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।