ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু 

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনায় দেবর সালাম মিয়ার (৪০) লাঠির আঘাতে ভাবি জরিনা আক্তার (৪২)খুন হয়েছে।  

শনিবার (১ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে জরিনার মৃত্যু হয়।

 

জরিনা ওই এলাকার প্রবাসী সাহেব আলীর স্ত্রী। অভিযুক্ত দেবর সালাম মিয়া সাহেব আলীর সহোদর।  

এর আগে শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দেবর সালাম মিয়ার সঙ্গে ভাবি জরিনা আক্তারের তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সালাম মিয়ার পাশে থাকা একটি শারক দিয়ে (কাঠের খণ্ড) জরিনার মাথায় আঘাত করলে এতে সে গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জরিনার মৃত্যু হয়।

নিহতের মেয়ে স্বপ্না আক্তার বলেন, ছোট্ট একটি ঘটনায় চাচারা মিলে আমার মাকে খুন করেছে। ওরা মাকে বাঁচতে দিলনা। আমি মা হত্যা বিচার চাই।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, খুনের ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।