ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
কক্সবাজারে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় বজ্রপাতে সুনীল বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সুনীল ওই এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকেলে আকস্মিক ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তারা বড়ুয়া পাড়া শ্মশান এলাকায় পৌঁছালে বজ্রপাতে সুনীল নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা সুনীলের মরদেহ উদ্ধার করে বাড়িতে যায়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।