ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

জানালার গ্রিলের সঙ্গে ফাঁস, গৃহবধূর মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৪২ পিএম, এপ্রিল ২, ২০২৩
জানালার গ্রিলের সঙ্গে ফাঁস, গৃহবধূর মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকার একটি বাসা থেকে মনিকা আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়েছিল গৃহবধূর লাশ।

 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পূর্ব ইসলামবাগের বাসা থেকে মনিকার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।  

মৃত মনিকা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালাডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার মেয়ে। স্বামী মো. লিমনের সঙ্গে পূর্ব ইসলামবাগের বাসায় ভাড়া থাকতেন তিনি।

রোববার (২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

তিনি জানান,  রাতে খবর পেয়ে ইসলামবাগের বাসায় গিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় পুলিশ।  

এসআই আরও জানান, ইসলামবাগের বাসায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন ওই গৃহবধূ। প্রাথমিকভাবে জানা গেছে, গতরাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। অভিমানে জানালার গ্রিলের গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে ফাঁস দেন তিনি।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসএএইচ/এজেডএস
 

বাংলাদেশ সময়: ১:৪২ পিএম, এপ্রিল ২, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।