ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল থেকে বিএমএফ পরিবহন ও মাদারীপুরে বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বরিশাল থেকে বিএমএফ পরিবহন ও মাদারীপুরে বাস চলাচল বন্ধ -ফাইল ছবি

বরিশাল: ঢাকা-ব‌রিশাল রু‌টের বাস সার্ভিস বিএমএফ প‌রিবহনের চলাচল বন্ধ র‌য়ে‌ছে। পাশাপা‌শি ব‌রিশাল থে‌কে মাদারীপুর রু‌টের অভ‌্যন্তরীণ সব বাস চলাচলও বন্ধ ক‌রে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের শ্রমিকরা।

ফলে রোববার (২ এপ্রিল) সকাল থে‌কে বিএমএফ প‌রিবহ‌নের ও মাদারীপু‌রের বাস কাউন্টার বন্ধ র‌য়ে‌ছে।

নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকরা জানান, বিএমএফ প‌রিবহ‌নের ব‌্যানা‌রে ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের ৬০টির বেশি বাস রায়েছে। যারমধ্যে বেশ কয়েকটি ভিআইপি চিহ্নিত বাস নিয়ে মাদারীপুর ও ফরিদপুর বাস মালিকদের সঙ্গে বিরোধ দেখা দেয় ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের সদস্যদের।

শনিবার (১ এপ্রিল) রাতে মাদারীপুরে বরিশালের ভিআইপি সিরিয়ালের বাস শ্রমিকদের মধ্যে মারামারিও হয়।   আর এ ঘটনার পর বিএমএফ প‌রিবহনের বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

বিএমএফ প‌রিবহন ব‌রিশাল কাউন্টার ম‌্যা‌নেজার মো. র‌নি জানান, মাদারীপু‌রের শ্রমিক‌দের সঙ্গে ব‌রিশা‌লের শ্রমিক‌দের মারামা‌রি হ‌য়ে‌ছে। রো‌টেশন নি‌য়ে ঝা‌মেলার কার‌ণে এই ঘটনা ঘট‌ছে। তবে বিষয়টি দ্রুত সুরাহা করার চেষ্টা চলছে।

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপের সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, ভিআইপি কোটার বিষয় মিথ‌্যা। সামান‌্য বিষয় নি‌য়ে শ্রমিক‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়ে‌ছে। মাদারীপু‌রে আমরা কথা বল‌ছি। বিএমএফ ও লোকালবাস সোমবার থে‌কেই ফের মাদারীপু‌রে চলাচল কর‌বে ব‌লে আশা কর‌ছি।

ব‌রিশাল থে‌কে মাদারীপুর রু‌টে বাস চলাচল বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে সাধারণ যাত্রীরা। মাদারীপু‌রের যাত্রী সা‌ফিয়া খাতুন ব‌লেন, পা‌রিবা‌রিক কা‌জে খুব জরুরি মাদারীপুর যে‌তে হ‌বে।   এসে দে‌খি কাউন্টার বন্ধ। সকাল ৮টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্ত ব‌সে থে‌কে এখন অন‌্যভা‌বে যাওয়ার চেষ্টা কর‌ছি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।