ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিএনপির ৭ নেতার নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
রাজশাহীতে বিএনপির ৭ নেতার নামে মামলা

রাজশাহী: রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি, পথসভা ও বিক্ষোভ মিছিলের সময় দুই দফা লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গের ঘটনায় মামলা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতে খায়ের আলম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে অজ্ঞাতনামা ব্যক্তিদের সংখ্যা উল্লেখ করেনি পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহারয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, অনুমতি ছাড়া রাস্তায় অবরোধ করে জমায়েত, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি হয়েছে।

মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ছাড়াও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক বিএনপি নেতা এমদাদুল হক, বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, বাগমারার রামরামা গ্রামের মুনির হোসেন ও গোদাগাড়ীর আমিনুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ শনিবারই তাদের গ্রেফতার করেছে। রোববার দুপুরে তাদের এই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (১ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগরের সাগরপাড়া বটতলা মোড়ে এবং গণকপাড়া মোড়ে পুলিশ লঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের। তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করার চেষ্টা করেন। এরপরই ঘটনার সূত্রপাত হয়। পুলিশ পরে জেলা বিএনপির আহ্বায়কসহ অন্য সাতজনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।